Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০২৫

বিশেষ তদন্ত অনুবিভাগ

 

দুর্নীতি দমন কমিশনের ০৮ (আট) টি অনুবিভাগের মধ্যে অন্যতম বিশেষ অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগ । এ অনুবিভাগের অধীনে বিশেষ অনুসন্ধান ও তদন্ত -১, বিশেষ অনুসন্ধান ও তদন্ত - ২ ও বিশেষ অনুসন্ধান ও তদন্ত - ৩ নামে ০৩ (তিন) টি শাখা রয়েছে।

 

কার্যক্রম

ক.   নিম্নবর্ণিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত:

 

(১) গুরুত্বপূর্ণ ‍ও উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ;

 

(২)     সরকারী প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক  দুর্নীতির অভিযোগ; এ বিষয়ে বিশেষ অনুসন্ধান ও তদন্ত উইং এর অধীন ২৫টি প্রাতিষ্ঠানিক অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যেগুলো নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহে দুর্নীতি উদ্ঘাটন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে:

১. তিতাস গ্যাস

২. সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ

৩. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
৪. কাস্টম, ভ্যাট এন্ড এক্সাইজ  
৫.আয়কর বিভাগ (ট্যাক্স)
৬. সড়ক ও জনপথ অধিদপ্তর
৭. মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় (এজি)
৮. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
৯. ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
১০. স্বাস্থ্য অধিদপ্তর
১১. জাতীয় গৃহায়ন অধিদপ্তর 
১২. শিক্ষা অধিদপ্তর
১৩. রেলওয়ে বিভাগ
১৪. ওয়াসা
১৫. গণপূর্ত অধিদপ্তর
১৬. স্থল বন্দর কর্তৃপক্ষ (স্থল বন্দর সমূহ)
১৭. বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
১৮. সাব রেজিস্ট্রার অফিস সমূহ,রেজিস্ট্রেশন কমপ্লেক্স, ঢাকা।
১৯. ঔষধ প্রশাসন অধিদপ্তর
২০. পরিবেশ অধিদপ্তর
২১. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
২২. পোর্ট অথরিটি, চট্টগ্রাম
২৩. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
২৪. বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি
২৫. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)

  

(৩)     সরকারী চুক্তি/ক্রয়/পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প ইত্যাদি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ;

 

(৪)     জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ;

 

(৫)     এনজিও/দাতব্য প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ;

 

(৬)     বিবিধ বিষয়ে দুর্নীতির অভিযোগ।

 

খ.   নিম্নবর্ণিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত:

 

(১)     মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন ও অন্যান্য অর্থ সংক্রান্ত অপরাধ;

 

(২)     ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত অভিযোগ;

 

(৩)     অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (ভিআইপি) ও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ;

 

(৪)     জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ/সম্পত্তি অর্জনের অভিযোগ;

 

(৫)     এতদ্ভিন্ন অপরাপর যে কোন বৃহৎ/বিশেষ দুর্নীতির অভিযোগ।

 

ইমেইল - dg.sp.investigation@acc.org.bd

দুর্নীতি দমন কমিশনের সংশোধিত সাংগঠনিক কাঠামো